সিলেটের জালালাবাদ থানার কমিউনিটি পুলিশিং ইউনিটের উদ্যোগে গতকাল সোমবার জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জালালাবাদ থানাধীন এস এস কনভেনশন হলে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম । এতে সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক।

পুলিশ কমিশনার বলেন, জঙ্গি, সন্ত্রাস, মাদক এবং কিশোর গ্যাং নির্মূল করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু পুলিশ মাঠে কাজ করলে হবে না, আপনাদের সহযোগিতাও একান্ত প্রয়োজন। যেকোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোনো কাজ সহজ হয়ে যায়। তাই আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।

তিনি বলেন, যেখানেই মাদকের আস্তানার কোনও খবর পাওয়া যাবে সাথে পদক্ষেপ নেবে পুলিশ। এছাড়া কোনো এলাকায় কোনো ব্যক্তির চলাফেরায় সন্দেহজনক কিছু লক্ষ্য করলে বা জঙ্গী মনে হলে সাথে সাথে পুলিশকে জানাতে বলেন। এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো. আজবাহার আলী শেখ, পিপিএম, অফিসার ইনচার্জ জালালাবাদ থানা সহ জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং ইউনিটের বিভিন্ন পদমর্যাদার প্রতিনিধিবৃন্দ এবং জালালাবাদ থানা এলাকার নাগরিকবৃন্দ।