সুনামগঞ্জ সদর থানার অভিযানে গ্রেপ্তার দুজন। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ সদর থানার অভিযানে মাদকসম্রাট হিসেবে পরিচিত পংকজ ও তাঁর সহযোগী মনোয়ার হোসেন উজ্জলকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই সময় দুজনের কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা ও ইয়াবা সেবনের সামগ্রী উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার রাত ৯টা ৫০ মিনিটে সুনামগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিদের কাছ থেকে একটি ফুয়েল পেপারের ব্যবহৃত রোলার (যা ইয়াবা সেবনের সরঞ্জাম), ১৩৮টি ফুয়েল পেপারের ভাঁজ করা টুকরা (যা ইয়াবা সেবনের সরঞ্জাম), তিনটি ইয়াবা বড়িসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে সুনামগঞ্জ সদর থানায় গ্রেপ্তার আসামিদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।