
সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা শহীদ মিনারে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার এম এন মোর্শেদ পিপিএম।
রোববার (১৪ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে পুলিশ সুপার শহীদ মিনার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. খালেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল মুমেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।