আজ রোববার বিকেলে কেএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে কমিশনার মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএমের সভাপতিত্বে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া দুই কর্মকর্তা হলেন সহকারী কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো. আবু নাসের আল-আমিন ও সহকারী কমিশনার (ট্রাফিক বিভাগ) আনোয়ার হোসেন মিয়া। তাঁদের আল-আমিনকে গোপালগঞ্জ জেলার সহকারী কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) হিসেবে এবং আনোয়ার হোসেনকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার কেএমপির পক্ষ থেকে বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মৃতি স্মারক দেন।