ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

নাটোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে চোরাই তিনটি বিদ্যুতের মিটার, বেশ কিছু মালপত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

নাটোর জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবির একটি টিম গতকাল নাটোর থানাধীন বড় হরিশপুর জহুরুল হক রোডে ভাঙারির দোকানে অভিযান চালিয়ে দোকানের মালিক মো. মানিক হোসেনসহ (২৪) মো. রহমত উল্লাহকে (৩৬) আটক করে।

গ্রেপ্তার আসামিদের হেফাজত থেকে ৩টি বৈদ্যুতিক মিটার, তিনটি কালো রঙের অটোরিকশার চার্জার মেশিন, ১টি পুরাতন ব্যবহৃত পানির পাম্প, ৬টি লোহার রডের তৈরি বড় রিং উদ্ধার করা হয়, যা পিলার তৈরির কাজে ব্যবহৃত হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের বিদ্যুৎ আইনে মামলা হয়েছে।