মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিকনির্দেশনায় জেলা ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালামের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে সদর থানাধীন নবগ্রাম (মাঝিপাড়া) এলাকার কালীমন্দিরের সামনে থেকে মো. মিলন (৪২) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।