খাগড়াছড়ি জেলার গুইমারা থানা-পুলিশের অভিযানে গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার একটি চৌকস দল ২ নং হাফছড়ি ইউপির ৬ নং ওয়ার্ডের আলমগীরের দোকানসংলগ্ন পথাছড়া রাস্তার মোড় থেকে ১ কেজি ৫২০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করে।
আটক আসামিরা হলেন মো. সুমন (৩০) ও মো. রুবেল (২৪)। তাঁরা গুইমারা থানার বাসিন্দা।
গুইমারা থানার (ওসি) মোহাম্মাদ আরিফুল আমিন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাঁদের বিধি মোতাবেক যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে।