কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক করেছে।
জানা গেছে, জেলা ডিবির এসআই মো. মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম নিয়ে গতকাল শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ভৈরব থানার ভৈরবপুর উত্তরপাড় এলাকায় নাটলের মোড়ে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ১টি প্রাইভেট কার আটক করে। এ সময় অজ্ঞাতনামা দুজন আসামি প্রাইভেট কারটি রাস্তায় রেখে দৌড়ে পালিয়ে যান। পরে প্রাইভেট কার তল্লাশি করে ওই সব গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।