পুলিশি হেফাজতে আসামিরা এবং উদ্ধার করা ল্যাপটপ। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার তৎপরতায় একটি ক্লুলেস চুরির মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে। চুরি যাওয়া চারটি ল্যাপটপসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) নগরীর আকবর শাহ থানাধীন সেভেন মার্কেট এলাকা থেকে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. ইসমাইল (২১) ও মো. ইসমাইল রাহি (২৮)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ জানান, গত ২৫ জুন নগরীর পিসি রোডের সবুজবাগ এলাকায় রেইনবো কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে থাকা কাভার্ড ভ্যান থেকে পাঁচটি ল্যাপটপ চুরি যায়। এ ঘটনায় হালিশহর থানায় মামলা করা হয়।

তিনি জানান, তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চারটি ল্যাপটপসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। কাভার্ড ভ্যানের তালা ভেঙে ল্যাপটপ চুরির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।