
রংপুরের বীর মুক্তিযোদ্ধাগণের সঙ্গে শনিবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে মতবিনিময় করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম।
সভায় বীর মুক্তিযোদ্ধাগণ রংপুরে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা (সাবেক ডেপুটি কমান্ডার) মো. মতিয়ার রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয় সভায়।
সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের রংপুর জেলা ও মহানগর শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোছাদ্দেক হোসেন বাবলু, মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সদরুল আলম দুলু, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মো. নাসিম উদ্দীন, পীরগাছা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার (সদ্য সাবেক) বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী, গঙ্গাচড়া মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আবু জাকারিয়া জাকির প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. তরিকুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. নজরুল ইসলাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।