পুলিশের হেফাজতে গ্রেপ্তার ভুয়া ডিবি পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোর জেলার কোতোয়ালি মডেল থানার পুলিশ দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কোতোয়ালি মডেল থানাধীন ৮ নং ওয়ার্ডের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুণ কুমার দের চারতলা বসতবাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটের উত্তর-পশ্চিম পাশের কক্ষ থেকে দুর্জয় বাবু ঘোষ (২২) নামের ওই ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুর্জয় বাবু ঘোষ স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়্যারলেস), হ্যান্ডকাফ ব্যবহারসহ পুলিশি প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানি ও বিভিন্ন রকমের অনৈতিক সুবিধা ভোগ করে আসছিলেন। একপর্যায়ে তাঁর বসবাসরত ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষের প্লাস্টিকের ওয়্যারড্রবের নিচের ড্রয়ারের মধ্য থেকে একটি কালো রঙের ওয়াকিটকি সেট, ২টি চায়নিজ কুড়াল, ২টি ফালার মাথা, ১টি হাঁসুয়া, ১টি ছুরি,১টি রিফ্লেটিং ভেস্ট, ৪ জোড়া হ্যান্ডকাফ, ৫টি রাবার বুলেট, ১টি শটগানের (লেডবল) কার্তুজ, ১২টি শটগানের বিস্ফোরিত কার্তুজ পুলিশের হাতে তুলে দেন তিনি।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।