মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ৬০ গ্রাম হেরোইনসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে।
১১ জুলাই মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, বিপিএম, পিপিএম-বার মহোদয়ের দিকনির্দেশনায় জেলা ডিবির ইনচার্জ, পুলিশ পরিদর্শক আবুল কালামের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে সদর থানাধীন দেড়গ্রাম এলাকার ঝুকুরিয়া-দেড়গ্রাম জামে মসজিদ-সংলগ্ন জনৈক মনিরুদ্দিনের বসতবাড়ির উঠান থেকে সাদ্দাম (৩৩) ও আমজাদ হোসেন (২৯) নামের দুই মাদক কারবারিকে ৬০ গ্রাম হেরোইনসহ আটক করে।
উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
গ্রেপ্তার ১ নং আসামির বিরুদ্ধে ৯টি মামলা ও ২ নং আসামির বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।