পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) ভৈরব থানাধীন মানিকদী ও ভৈরবপুর উত্তরপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ভৈরব থানা এলাকার মো. উজ্জ্বল মিয়া (২৮) এবং পিরোজপুরের নাজিরপুর থানা এলাকার মো. ফাইজুল ইসলাম (৪২)।

ডিবি কিশোরগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, বুধবার সন্ধ্যায় ভৈরব থানাধীন মানিকদী এলাকা থেকে ২২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেলসহ আসামি উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়ার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ৮ কেজি গাঁজা, প্রাইভেট কারসহ ফাইজুলকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।