সিলেট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ লাইনসের শহীদ এসপি এম শামছুল হক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সব থানার ওসি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সদস্যগণের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ সুপার।
এর আগে পুলিশ লাইনস পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় তাঁকে গার্ড অব অনার দেয় জেলা পুলিশের একটি চৌকস দল। পরে জেলা পুলিশ লাইনসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং স্মৃতি-৭১ স্থাপনায় পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।