পুলিশের হেফাজতে গ্রেপ্তার ডাকাতেরা। ছবি: বাংলাদেশ পুলিশ

নাটোরের গুরুদাসপুর থানার পুলিশ দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে।

গুরুদাসপুর থানা-পুলিশের একটি টিম ১০ জুলাই রাত সোয়া ৮টার দিকে ওই থানা এলাকায় জরুরি মোবাইল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গুরুদাসপুর থানাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজার প্রায় ২০০ গজ পশ্চিমে একটি পিকআপ গাড়িসহ কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন।

বিষয়টি জেলার পুলিশ সুপার জানলে তাঁর সার্বিক দিকনির্দেশনায় সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিমসহ গুরুদাসপুর থানা-পুলিশের অপর একটি চৌকস টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এরপর একটি পিকআপ গাড়িতে করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের হেফাজত থেকে একটি নীল-হলুদ রঙের সিঙ্গেল কেবিন টাটা পিকআপ গাড়ি, ১টি তালা কাটার যন্ত্র, ১টি চাকু, ৩টি লোহার রড, ২টি প্লায়ার্স, ২টি স্ক্রু-ড্রাইভার, ২টি স্লাইরেঞ্জ, ২টি হ্যাক্সো-ব্লেড, ১টি ইউপিভিসি পাইপ, ১টি টর্চ লাইট, ১টি প্লাস্টিকের দড়ি, ১টি সুতার দড়ি ও ১টি কালো রঙের ব্যাগ উদ্ধার করা হয়।

আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদে তাঁরা গুরুদাসপুর থানাধীন কাছিকাটা এলাকার রাস্তায় ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেন।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোকাদ্দেছ (৬০), মো. মিঠু (২৮), মো. নাঈম হোসেন (২৮), মো. হোসেন আলী (২০), মো. এমদাদুল (৪৫) ও মো. সুজন (২৫)।