রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার এক বছর কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপির মতিহার থানা-পুলিশ।
গ্রেপ্তার আসামি মো. আতিকুর রহমান রুবেল রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মো. হায়দার আলীর ছেলে।
জানা যায়, আসামি রুবেলের বিরুদ্ধে আরএমপির মতিহার থানায় মাদক মামলায় এক বছর কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা-পুলিশ। গতকাল ১০ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুবেলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পরে রুবেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, আরএমপির এসআই সুবাস চন্দ্র বর্মন ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি রাত ১১টায় মতিহার থানার মিতা স্টুডিওর মোড় থেকে আসামি রুবেলকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। রুবেলের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। মামলাটি তদন্তকারী অফিসার তদন্ত শেষে রুবেলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত বিচার শেষে এক রায়ে আসামি মো. রুবেলকে এ সাজা দেন।