নড়াইলে বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ (নারী ও পুরুষ)-২০২৪ শুভ উদ্বোধন হয়েছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায়, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা পুলিশ নড়াইলের আয়োজনে গতকাল ১০ জুলাই
সকাল ১০টার সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলার পুলিশ সুপার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোহা. মেহেদী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মহোদয় ও জেলা প্রশাসক মহোদয় বেলুন উড়িয়ে কাবাডি খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, কাবাডি খেলার প্রধান পৃষ্ঠপোষক হলো বাংলাদেশ পুলিশ। এই খেলাকে ধরে রাখতে এবং উপজেলা পর্যায় থেকে ভালো খেলোয়াড় তুলে আনতে দেশব্যাপী এই আয়োজন করা হয়েছে। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান।
পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বলেন, ‘বাংলাদেশ পুলিশ এই খেলাকে জনপ্রিয় করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আর এর জন্য প্রয়োজন ভালো মানের খেলোয়াড়। পুরুষ ও নারী খেলোয়াড় বাছাই করতে আমরা আন্তরিক ও নিরপেক্ষভাবে চেষ্টা করে যাচ্ছি ।’
পরে পুলিশ সুপার অন্যান্য আমন্ত্রিত অতিথির সঙ্গে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।
নড়াইল জেলার চারটি থানার প্রতিটি থানা থেকে একটি পুরুষ ও একটি মহিলা দল মোট চারটি পুরুষ ও চারটি মহিলা দল খেলায় অংশগ্রহণ করে। খেলা শেষে পুরুষ কাবাডি দলে নড়াইল সদর চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয় লোহাগড়া কাবাডি দল। মহিলা কাবাডি দলে চ্যাম্পিয়ন হয় নড়াইল সদর এবং রানার্সআপ হয় নড়াগাতী থানা কাবাডি দল।
খেলা শেষে পুলিশ সুপার আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে পুরস্কারস্বরূপ ট্রফি তুলে দেন।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); মো. কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, মো. আইয়ুব খান বুল, সহসভাপতি, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, সম্পাদক, কাবাডি ফেডারেশন ও যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইলসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।