পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানার পৃথক অভিযানে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি, হত্যা মামলার পলাতক আসামি এবং ইজিবাইক চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) দৌলতপুর থানায় এক সংবাদ সম্মেলনে কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন পিপিএম জানান, মঙ্গলবার (৯ জুলাই) গোপালগঞ্জের কাশিয়ানি, খুলনা নগরীর দৌলতপুর ও লবণচরা থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আসাদুজ্জামান রিপন, মো. মঈন ওরফে রিফুজি মঈন, মো. আমির মৃধা (৪৬), মো. পারভেজ (২৩) ও আব্দুল্লাহ আল মামুন (৪০)।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন পিপিএম জানান, অস্ত্র আইনের একটি মামলায় আসামি রিপনকে ১৭ বছরের সাজা দেন আদালত। গোপালগঞ্জের কাশিয়ানি থানা এলাকা থেকে মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চারটি মামলা আছে।

সংবাদ সম্মেলনে কথা বলেন কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

তিনি আরও জানান, চাঞ্চল্যকর শহিদ হত্যা মামলার পলাতক আসামি মঈনকে মঙ্গলবার দৌলতপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া লবণচরা থানাধীন মোহাম্মদ নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইজিবাইক চোর চক্রের সদস্য আমির, পারভেজ ও মামুনকে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ইজিবাইক।