পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানার পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) নগরীর মতিহার থানাধীন ভাল্লুকপুকুর ও চর সাতবাড়িয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মতিহার থানাধীন ভাল্লুকপুকুর এলাকার মো. রাকিবুল ইসলাম এবং চর সাতবাড়িয়া এলাকার মো. ছায়েন উদ্দিন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ জানান, রাজশাহীর পারিবারিক আদালতের এক মামলায় আসামি রাকিবুলের তিন মাসের সাজা হয়েছিল। গত মঙ্গলবার রাতে মতিহার থানাধীন ভাল্লুকপুকুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, অপর এক মামলায় আসামি ছায়েনের এক বছরের সাজা হয়েছিল। গত মঙ্গলবার রাতে মতিহার থানাধীন চর সাতবাড়িয়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।