হাইওয়ে পুলিশের হেফাজতে আটক দুই মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লার কোতোয়ালি থানা এলাকায় ৬ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা-পুলিশ।

আজ বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার কাপ্তান বাজার এলাকার শাহপরান (৩২) এবং চান্দিনা থানার নাওতলা হাবিবুর রহমান (২০)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এশিয়া পরিবহনের যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৭৪৪) এক যাত্রী মাদক বহন করছেন এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওই বাসের দুই যাত্রীকে আটক করেন। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।