নাগেশ্বরী থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার ২ আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা-পুলিশের অভিযানে ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (১০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জিআর ওয়ারেন্ট মূলে ৬ জন, সিআর ওয়ারেন্ট মূলে ১৪ জন, নিয়মিত মামলায় ৩ জন, পূর্বের মামলায় ১ জন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে ১ জনসহ ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ সাইবার অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম জেলা পুলিশ।