
কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানাধীন মোহনগঞ্জের প্রত্যন্ত চরের নাগরিকদের মাঝে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ত্রাণসামগ্রী বিতরণ করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আব্দুল বাতেন বিপিএম (বার), পিপিএম। তিনি এ সময় পুলিশের এই ক্যাম্পে কর্মরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নাগরিকসেবার মান বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ ছাড়া রেঞ্জ ডিআইজি উলিপুরের বজরা এলাকায় গত ঈদের সময় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মো. মাহবুবুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, চিলমারী থানার অফিসার ইনচার্জ (সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মোজাম্মেল হক, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান ও উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা।