পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা স্বর্ণ। ছবি : বাংলাদেশ পুলিশ

চুরি যাওয়া স্বর্ণসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে নাটোর সদর থানা-পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ ভরি স্বর্ণালংকার।

মঙ্গলবার (৯ জুলাই) নাটোর সদর থানাধীন উত্তর পটুয়াপাড়া (ঝাউতলা গুচ্ছগ্রাম) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. মিন্টু ওরফে কালুর (৫০) বাড়ি নাটোর সদর থানা এলাকায়।

মামলার তদন্ত কর্মকর্তা নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা জানান, ৮ জুলাই নাটোর সদর থানাধীন দিয়ারভিটা গ্রামে ভুক্তভোগী মো. আবু মুসার (৩৬) বাড়ি থেকে ২১ আনার স্বর্ণালংকার চুরি যায়। এ ঘটনায় নাটোর থানায় মামলা করেন তিনি। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার এবং ১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।