ঢাকা মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তুরাগ থানার অভিযানে ৩০টি ইয়াবা বড়ি, পিকআপ ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর তুরাগ থানাধীন রাজউক আবাসন প্রকল্প এলাকা থেকে আসামি আবু ছালেহ রাজিবকে গ্রেপ্তার করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।