নাটোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫৬৫ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে জেলার গুরুদাসপুর থানাধীন চাপিলা ইউনিয়নের পূর্ব ধানোড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন গুরুদাসপুর থানা এলাকার রহিম পাহান (৪০), মিনতি রানী (৩৫) ও দিলীপ পাহান (২০)।
ডিবি নাটোর জানায়, আসামিদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।