পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গার জীবননগর থানা-পুলিশের অভিযানে ২৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকালে জীবননগর থানাধীন শাখারিয়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন জীবননগর থানা এলাকার মো. হাসিবুল ইসলাম (১৯) ও মো. মিতুল মিয়া ওরফে রাতুল।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।