সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪৪ বস্তা ভারতীয় চিনি ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সোমবার (৮ জুলাই) দুপুরে নগরীর এয়ারপোর্ট থানাধীন উমদারপাড়া থেকে চিনিবাহী ট্রাকটি জব্দ করা হয়।
এসএমপি ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখেই পালিয়ে যান চালক ও সহকারী। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ২৪ লাখ টাকার ভারতীয় চিনি। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।