আনুমানিক আড়াই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে চাঁদপুর নৌ থানা।
নদী ও সমুদ্র উপকূলে সোমবার অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে এ পরিমাণ জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা।
অভিযানে দুজনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানার প্রসিকিউশন দায়ের করা হয়। দুটি বাল্কহেড জিম্মায় প্রদান করা হয়।
জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।