ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান ও আরএমপির উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী জুটি। ছবি: বাংলাদেশ পুলিশ

আন্তর্জাতিক টেনিস দিবস স্মরণীয় করে রাখার লক্ষ্যে রাজশাহী টেনিস মিটআপ ম্যাচ ২৩ জুন শুরু হয়েছে। ম্যাচের ফাইনালে ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সহসভাপতি ও রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান (বিপিএম-বার, পিপিএম-বার) এবং আরএমপির উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী জুটি।

এ ছাড়া তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেনিস খেলায় রানার্সআপ হন বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সদস্য ও আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার (বিপিএম) ও তাঁর পার্টনার। গতকাল রোববার বিকেল ৫টার দিকে রাজশাহী মহানগরীর আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে রাজশাহী টেনিস মিটআপ ম্যাচের চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে ডাবলসে ফাইনালে চ্যাম্পিয়ন টিমের হাতে ক্রেস্ট তুলে দেন রাজশাহী টেনিস মিটআপ ম্যাচের গ্র্যান্ড ফিনালের প্রধান অতিথি রাজশাহী বিভাগের কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। তিনি টেনিসের এই ফাইনাল খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ এবং বিজয়ী টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেনিস খেলা উপহার দেওয়ার জন্য তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানকে ধন্যবাদ জানান।

ফাইনাল খেলায় ডাবলসে রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান ও আরএমপি উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী জুটি ৬-৪, ৬-৪ সেটে আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও তাঁর পার্টনারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

২৩ জুন বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের আয়োজনে রাজশাহী টেনিস মিটআপ ম্যাচ ২০২৪-এর উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। এতে মোট ৮টি টেনিস টিম অংশগ্রহণ করে। টেনিসের এই ম্যাচগুলো আয়োজনে সমন্বয় করেন অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু।