পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (৬ জুলাই) রাতে নগরীর জালালাবাদ থানাধীন মইয়ারচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি কয়ছর আহমদের (৫৮) বাড়ি জালালাবাদ থানা এলাকায়।

জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।