খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) অভিযান চালিয়ে ৯১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গত ২৪ ঘণ্টায় কেএমপির মাদকবিরোধী অভিযানে তিন মাদক কারবারি মো. জিহাদ হোসেন জিয়া (২৫), রানা হোসেন (২৩) ও মো. রফিকুল ইসলাম বাবুকে (৩৮) মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ৯১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা করা হয়েছে।