উদ্ধার করা চিনির বস্তার একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা অভিযান চালিয়ে গতকাল শনিবার ১৫ হাজার কেজি ভারতীয় চিনি, ১টি ট্রাকসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, উপ-পুলিশ কমিশনারের (দক্ষিণ) সার্বিক দিকনির্দেশনায় এবং মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের তদারকিতে পুলিশের একটি টিম গতকাল দুপুরে মোগলাবাজার থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান চালাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টিম জানতে পারে, কতিপয় চোরাকারবারি ভারতীয় সীমান্তবর্তী সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ট্রাকে ভারতীয় চিনির বস্তা বোঝাই করে অত্যন্ত সুকৌশলে বালুতে ঢেকে ১টি ট্রাকযোগে ভারত থেকে বাংলাদেশের মোগলাবাজারের দিকে আসছে।

খবরটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপর মোগলাবাজার থানাধীন পীর হাবিবুর রহমান (প্যারাইচক) চত্বরের সামনে পাকা রাস্তার ওপর বিকেল ৪টায় সিয়েরা-৫২ ডিউটি অফিসার ফোর্সসহ চেকপোস্ট শুরু করেন। এ সময় গোয়াইনঘাটের দিক থেকে ১টি ট্রাক চেকপোস্ট পয়েন্টে এলে ট্রাকটি থামানো হয়। এরপর পুলিশের টিম ট্রাক তল্লাশির একপর্যায়ে ৩০০ বস্তায় ১৫ হাজার কেজি ভারতীয় তৈরি চিনি উদ্ধার করে।

উদ্ধার করা চিনির আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।

পরে ট্রাকচালক জাকির হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ট্রাকটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি অজ্ঞাতনামা আরও কয়েকজনের সহযোগিতায় ভারতীয় চিনি অবৈধভাবে সীমান্তবর্তী গোয়াইঘাট এলাকা দিয়ে এনে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে বলে জানান। এ বিষয়ে মোগলাবাজার থানায় এজাহার দায়ের করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়।

গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।