পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা গরু। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের রাজারহাট থানা-পুলিশের অভিযানে দুটি গরুসহ চোর চক্রের হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি আতিকুর রহমান ওরফে আতিক কসাইয়ের বাড়ি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বাঘআছড়া গ্রামে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, গত ১৫ জুন রাজারহাট থানায় দায়ের করা গরু চুরি মামলার তদন্ত করতে গিয়ে আসামি আতিককে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।