কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২১ কেজি গাঁজা, একটি নোয়াহ মাইক্রোবাসসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে কিশোরগঞ্জ সদর থানাধীন খিলপাড়া বাজার-সংলগ্ন জেলখানা মোড়ের জামান রিফুয়েলিং ফিলিং স্টেশনের সামনে থেকে মো. জুয়েলকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
ওই সময় জুয়েলের হেফাজতে থাকা ২১ কেজি গাঁজা, একটি নোয়াহ মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়।
জুয়েলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।