
চুরি যাওয়া ব্যাটারিচালিত অটোর (টমটম) লোহার বডির পাঁচটি কাটা অংশসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।
পুলিশ জানায়, ১ জুলাই ব্রাহ্মণপাড়া থানাধীন চান্দলার একটি সেতু থেকে অটোটি চুরির ঘটনায় মামলা করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার পর্যন্ত অভিযান চালিয়ে আসামি মাসুম (২০),
তৌহিদুল ইসলাম (৪৮), নুর আলম (৪৮), মো. রিপন (৩৩) ও সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।