৩১টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে সিলেটের কোতোয়ালি মডেল থানা-পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুলাই) চট্টগ্রামের পাঁচলাইশ থানার অর্নিজম রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২ আসামি হলেন সিলেটের কোতোয়ালি থানার আব্দুল ওয়াহিদ বড় ভূঁইয়ার ছেলে রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া (৫০) ও তাঁর স্ত্রী নূরজাহান মুনতাশা (৪৫)।
জানা যায়, এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিনের তত্ত্বাবধানে এসআই অজয় শংকর চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে পাঁচলাইশ থানার অর্নিজম রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।