১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরার অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ১২ এপিবিএনের একটি টিম তাকে বাড্ডা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

জানা যায়, গতকাল শুক্রবার ১২ এপিবিএন, উত্তরার পুলিশ সুপার (ইন্টেলিজেন্স/অপস্) সৈয়দ সহিদ আলমের (বিপিএম) নেতৃত্বে একটি টিম ঢাকা মহানগরের বাড্ডা এলাকায় ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বাড্ডা থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন বাড্ডার বড়টেক এলাকার নুরুজ্জামানের ছেলে। গ্রেপ্তার ব্যক্তিকে বাড্ডা থানায় সাধারণ ডায়েরির (জিডি) পর হস্তান্তর করা হয়েছে।