নাটোরের গুরুদাসপুর থানার অভিযানে মদসহ গ্রেপ্তার তিনজন। ছবি: বাংলাদেশ পুলিশ

নাটোরের গুরুদাসপুর থানা-পুলিশের আলাদা অভিযানে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি ৯৫ বোতল দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১টা ৫০ মিনিটে গুরুদাসপুর থানাধীন চাচকৈড় বাজার এলাকায় মেসার্স দীপ্তি ভান্ডারে (পেঁয়াজ-রসুনের দোকান) তল্লাশি করে শ্রী অভি ঘোষ (২৭) ও আসাদুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে পাঁচ বোতল ব্র্যান্ডি মদের বোতল ও ৫০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার অপর একটি চৌকস দল আজ দুপুর সাড়ে ১২টায় থানাধীন কাছিকাটা টোল প্লাজায় চেকপোস্ট করাকালীন রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী মহানগর এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে মাজেদুল আকন্দকে (২২) ৪০ বোতল চোলাই মদসহ গ্রেপ্তার করে।

উভয় ঘটনায় গুরুদাসপুর থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে।