পুলিশের হেফাজতে গ্রেপ্তার তিন মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ৮ হাজার ২০০ পিস ইয়াবা, ১৫০ বোতল ফেনসিডিল ও নগদ ১ লাখ ২ হাজার ২০০ টাকাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গতকাল ৪ জুলাই রাত ১২টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা-পুলিশের একটি আভিযানিক দল গোলাপগঞ্জ পৌরসভার ফুলবাড়ী পূর্বপাড়া এলাকার হোসেন ভিলার সামনে পাকা রাস্তার ওপরে সিলেট থেকে গোলাপগঞ্জগামী ০১টি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৩-১৫৩৭) আটক করে। ওই প্রাইভেট কারে বিদেশগামী যাত্রীবেশী মাদক ব্যবসায়ী এনাম আহমদ (৪৫) ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী সিরাতুল আম্বিয়া টিপুর (৪০) হেফাজত থেকে মোট ৪১টি পলিপ্যাকের ভেতর থেকে ৮২০০টি ইয়াবা উদ্ধার করে। এ ছাড়া ১৫০ বোতল ফেনসিডিল ও নগদ ১ লাখ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করে।

উদ্ধার ইয়াবার ট্যাবলেট আনুমানিক মূল্য ২৪ লাখ ৬০ হাজার) টাকা। ১৫০ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।

পরে পুলিশের টিম মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট জব্দ করে।

পরে এনাম আহমদের তথ্যের ভিত্তিতে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে তাঁদের এক সহযোগী ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে জকিগঞ্জ ও কানাইঘাট থানার সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের চালান সংগ্রহ করেন। পেশাদার মাদক ব্যবসায়ী এনাম আহমদ ও তাঁর সহযোগীরা ইতিপূর্বে একাধিকবার ফেনসিডিল, ইয়াবার চালানসহ এসএমপিতে গ্রেপ্তার হন। কিন্তু জামিনে মুক্ত হয়ে পুনরায় একই পেশায় নিয়োজিত হন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।