পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকার উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ২ জন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

গতকাল ৪ জুলাই বিকেলে ১২ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফরমান আলীর নেতৃত্বে একটি অপারেশনাল টিম চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন এলাকায় ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ৮ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫১০ টাকা ঋণ আত্মসাতের মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডা. রাহিদ নজরুল (৫০) ও নুরজাহান মুনতাসাকে (৩৮) গ্রেপ্তার করা হয়। দুজনের বাড়ি সিলেটে।

তাঁদেরকে সিলেট কোতোয়ালি মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।