
কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনালে মজিদা আদর্শ ডিগ্রি কলেজকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চিলমারীর থানাহাট ডিগ্রি কলেজ। ফেয়ার প্লে ট্রফি জেতে রাজারহাটের ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ।
ম্যান অব দ্য টুর্নামেন্ট জেতেন থানাহাট ডিগ্রি কলেজের শাওন মিয়া। সর্বোচ্চ গোলদাতা চিলমারীর রবিউল ইসলাম ও ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার জেতেন কুড়িগ্রাম সদরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজের সজিব মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো.