
৪০টি ইয়াবা বড়িসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রামের উলিপুর থানা-পুলিশের চৌকস দল।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে উলিপুর পৌরসভার উলিপুর থেকে থেতরাইগামী রাস্তা থেকে আশরাফুল ইসলাম (৩১), জিহাদ হোসেন (১৯) ও জুয়েল রানাকে (২০) গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, ‘গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।’