পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

দোকান থেকে চুরি যাওয়া টাকা, মোবাইল ফোনসহ এক আসামিকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার সদস্যরা।

গত সোমবার (২৪ জুন) নগরীর চান্দগাঁও থানাধীন ওয়াসা রোডের মধ্যম মোহরা এলাকা থেকে আসামি মো. আমির হোসেনকে (৪১) গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ২২ জুন বাকলিয়া থানাধীন রাহাত্তারপুলের একটি দোকান থেকে অভিনব কায়দায় টাকা ও ফোন চুরি যায়। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি থেকে ১ লাখ ৯৩ হাজার টাকা ও ফোন উদ্ধার করা হয়।