পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (২২ জুন) চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকা থেকে আসামি তপন চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়।

আসামি তপনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন। এ ছাড়া খুলশীতে দুই পুলিশ সদস্য হত্যা মামলার আসামি তিনি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।