খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারীর ব্যবহৃত গাড়ি ও তাঁর চালককে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি জানায়, ৮ জুন রাতে খুলনা সদর থানাধীন ডাকবাংলো মোড়ের লাভলু হোটেলে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি বিভিন্ন অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করে ওই হোটেল ম্যানেজারের কাছ থেকে জরিমানার টাকা আদায় করেন। পরবর্তী সময়ে ম্যানেজার হোটেল মালিককে জরিমানার বিষয়টি অবগত করলে হোটেলমালিক তাৎক্ষণিকভাবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করেন। সে সময় তিনি জানতে পারেন, ঘটনার দিন ৮ জুন ডাকবাংলো মোড় এলাকায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে কোনো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি।
এ ঘটনার বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে কেএমপি ডিবির চৌকস দল গতকাল বুধবার রাত আটটার দিকে খুলনার লবণচরা থানাধীন জিন্নাপাড়া মেইন রোড এলাকা থেকে ভুয়া মোবাইল কোর্ট পরিচালনায় ব্যবহৃত গাড়ির চালক আবু বক্কর মোল্লাকে (৬৪) গ্রেপ্তার করে। ওই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়।