ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার অভিযানে গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা সরঞ্জাম। ছবি: বাংলাদেশ পুলিশ

ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত অসংখ্য প্রতিবন্ধী ভাতাভোগীর অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ অপরাধী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা-পুলিশ।

রাণীশংকৈল থানায় একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ১১ জুন গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে আজল হক (৫৭), কামরুল ইসলাম (২৫) ও মো. শাকিলকে (২৩) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন, সিম, বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কিট, অর্থ লেনদেনের রেকর্ডপত্র ও সিপিইউ জব্দ করা হয়েছে।