পুলিশের হেফাজতে গ্রেপ্তার তিন আসামি ও উদ্ধার করা গরু। ছবি: বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহের ত্রিশাল থানার পুলিশ অভিযান চালিয়ে গরু চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৩টি গরু।
জানা গেছে, মোসা. শেফালী খাতুন (৪৫) নামের এক নারী ত্রিশাল থানায় মো. আ. সালাম (৪৮), মুহিদুল ইসলাম মারুফ (২১), মো. মোশারফ ওরফে শরিফুলসহ (২৪) অজ্ঞাতনামা দু-তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন, তাঁর ৩টি গরু গোয়ালঘরে বেঁধে রাত আনুমানিক ১১টার সময় খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালঘরে গিয়ে গরু ৩টি না দেখে বাড়িসহ আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে মোবাইল ফোনে ত্রিশাল থানার ডিউটি অফিসারকে গরু চুরির বিষয়টি জানান। পরে ভোর সাড়ে ৫টার দিকে জানতে পারেন, ত্রিশাল থানাধীন কাজির শিমলা দুলাল বাড়ী এলাকার বজলুর রহমানের পোলট্রি ফার্মের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনের পাশে ৩ চোরকে ৩টি গরু, পিকআপ গাড়িসহ পুলিশ আটক করেছে। এ সময় অজ্ঞাতনামা দু-তিনজন চোর দৌড়ে পালিয়ে যান।
এরপর বাদী তাঁর স্বামী মো. বজলুর রহমান ও ছেলে শেখ সারোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে গরু ৩টি শনাক্ত করেন। পরে ত্রিশাল থানা-পুলিশ গরুগুলোসহ চোরাই কাজে ব্যবহৃত নীল রঙের পিকআপ (রেজি. নং ঢাকা মেট্রো ন-২০-৮২৭১) জব্দ করে থানায় নিয়ে যায়। বাদীর ধারণা, এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা দু-তিনজন ৭ জুন ১১টার পর থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে তাঁর গোয়ালঘর থেকে গরু চুরি করেছেন।
আটক আসামিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।