পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, ৪৭টি ককটেল, তিনটি দেশীয় অস্ত্র, ২৭৯টি নেশাজাতীয় ইনজেকশন ও পাঁচ বোতল ফেনসিডিল।

গত সোমবার (১০ জুন) দিবাগত রাতে ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন পুরোহিতপাড়ার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকার মো. সেলিম মিয়া (৬৫) ও মো. জামিল (২৪)। তাঁদের মধ্যে জামিলের বিরুদ্ধে চারটি মামলা আছে।

ডিবি ময়মনসিংহের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, কোতোয়ালি থানায় পৃথক মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।