যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (৮ জুন) রাতে বেনাপোল পোর্ট থানাধীন নামাজগ্রাম পশ্চিমপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানা এলাকার মো. মাসুদ রানা (২৪) ও মোহাম্মাদ ইবনে ফয়সাল (৩৩)।
ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) শেখ আবু হাসান জানান, আসামিদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।