ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, যশোর ডিবির একটি চৌকস টিম ৮ জুন রাত ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন নামাজগ্রাম পশ্চিমপাড়া এলাকার জনৈক জহুর আলীর মালিকানাধীন টিনশেড বাড়ি থেকে মাদক কারবারি মো. মাসুদ রানা (২৪) ও মোহাম্মাদ ইবনে ফয়সালকে (৩৩) ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। জব্দ করা আলামতের মূল্য আনুমানিক ৪ লক্ষ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় যশোর বেনাপোল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।